আদা চাষের উপযুক্ত সময় - বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে জানুন

সাধারণত আদা চাষ করতে হলে অবশ্যই সময় মতো চাষ করতে হবে।তাই আদা চাষের উপযুক্ত সময় সম্পর্কে আপনাদের জানানো হবে।এটা হচ্ছে একটি মৌসুমী চাষ তাই মৌসুম অনুযায়ী ও সময় অনুযায়ী আদা চাষ করা উচিত।আদা চাষের সময় হচ্ছে বৈশাখ-জ্যৈষ্ঠ (এপ্রিল থেকে মে) এই মাসগুলোর মধ্যেই কিন্তু আদা চাষ করা হয়ে থাকে।তাইতো বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে জানানো হবে।

আদা-চাষের-উপযুক্ত-সময়

সাধারণত আদা চাষ করতে হলে অবশ্যই আপনাদের ভালো জায়গা ভালো জমি নির্বাচন করে তারপর আদা চাষ করতে হবে।কারণ এটা হচ্ছে একটি মৌসুমী চাষযোগ্য ফসল তাই আপনাদের সময় মেনে নিয়ম মেনে এই আদা চাষ করতে হবে।

পোস্ট সূচিপত্রঃ আদা চাষের উপযুক্ত সময় - বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে জানুন

আদা চাষের উপযুক্ত সময়

সাধারণত আদা চাষ করা হয় বৈশাখ-জ্যৈষ্ঠ এবং এপ্রিল-মে মাস থেকেই।তাই আপনাদের আদা চাষের উপযুক্ত সময় জানিয়ে দেওয়া হবে।আদা চাষ করতে হলে ভালো সময় মেনে নিয়ম-কানুন মেনে ভালো মাটিতে দেখে শুনে করলে কিন্তু ফলন অনেক হারে বেড়ে যাবে।এই আদা চাষের কোন রকমের লসের ঝুঁকি নেই এই আদার কোন পোকাই খায় না কোন নষ্ট হয় না।
আদা চাষ করতে হলে সার বিষ কম লাগে শুধু লাগানোর সময় জৈব সার মাটির সঙ্গে ভালো করে মিশ্রণ করার পর আদা সারারাত পানিতে ভিজিয়ে লাগিয়ে দেবেন।তাহলেই দেখবেন যে এমনি এমনি খুব ভালো ফলন হয়ে গেছে তবে মাঝেমধ্যে গাছের গোড়ায় একটু করে ছাই দেবেন ইউরিয়া সার একটু করে দিতে পারেন তবে পানি কিন্তু ঠিকঠাক মত সময়মতো দিতে হবে।

তাহলে দেখবেন যে বস্তায় চাষ করেন আর জমিতে চাষ করেন না কেন যেখানে চাষ করবেন খুব ভালো ফলন পাবেন এবং বাজারে জাত করতেও পারবেন ভালোভাবে।

বস্তায় আদা চাষ পদ্ধতি

সাধারণত আদা চাষ করা হয় জমির বদলে বস্তায়।তাইতো বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেওয়া হবে।আদা চাষ করতে হলে বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি দরকার হবে।আবার এর উপযুক্ত সময় দরকার হবে কারণ আদা মৌসুমী সবজি এটি একসময় চাষ হওয়ার কারণে সারাবছর পাওয়া যায়।

আদার আবার কিছু হাইব্রিড জাত আছে কিছু বারোমাসি জাত আছে সবগুলো জাত প্রায় বস্তায় চাষ করা হয়ে থাকে।এখনকার যুগে জমির বদলে বস্তাই আদা চাষ করা হয়ে থাকে।তাই তো আপনাদের বস্তায় আদা চাষ করার সব রকম উপায় নিয়ম-কানুন আমরা আমাদের আর্টিকেলে খুব ভালোভাবেই দিয়ে দিয়েছি।

তবে বস্তায় আদা চাষ করার পূর্বে আপনারা বস্তায় বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি ভালো করে ভরে নেবেন।তারপরে আদা সারারাত পানিতে ভিজিয়ে রাখার পরে বস্তার মাটিতে বপন করবেন।দেখবেন খুব ভালো আদার গাছ জন্ম নেবে।আর গাছ যদি ভালো করতে পারেন তাহলে আদার ফলনও ভালো হবে।

বস্তায় আদা চাষের উপযুক্ত সময়

সাধারণত আদা চাষের একই রকম সময় আপনি বস্তায় চাষ করেন আর জমিতে চাষ করুন।তাই বস্তায় আদা চাষের উপযুক্ত সময় সম্পর্কে জানানো হবে।আদা চাষ করতে হলে সাধারণত নরম মাটির প্রয়োজন হয়।তাইতো আপনারা যদি জমিতে আদা চাষ করেন তাহলে হাল চাষ করে মই দিয়ে জমির মাটি ঝুরঝুরা করে নিতে হবে তারপরে আদা লাগাতে হবে।

আবার যদি বস্তায় আদা চাষ করেন তাহলে বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি বস্তায় পুরোপুরি ভরে নিতে হবে।তারপরে আদার ভালো মানের বীজ লাগাতে হবে।আদার বীজ লাগানো ২০ থেকে ২৫ দিনের মধ্যেই আদার গাছ বের হবে।তখন একটু পরিচর্যা করলেই ভালো ফলন পেয়ে যাবেন।কারণ আদা চাষে কোন রকমের সার বিষ কীটনাশক কিছুই প্রয়োগ করতে হয় না।

শুধু আদা লাগানোর পূর্বে মাটির সাথে জৈব সার মিশ্রণ করে আদা লাগিয়ে দিলেই হয়ে যাবে।

আদা বীজ কোথায় পাবো

আদার বীজ আপনারা যেকোন জায়গায় থেকেই কিনে নিতে পারবেন।তাই অনেক মানুষ আছে আদা বীজ কোথায় পাবো এই প্রশ্নটি করে থাকে।আদা আপনারা চাষ করতে হলে অবশ্যই ভালো জাতের ভালো মানের বীজ সংরক্ষন করতে হবে।কারণ আপনারা যদি ভালো মানের বীজ নিয়ে এসে চাষ করতে না পারেন তাহলে কিন্তু ভালো ফলন ফলাতে পারবেন না।

তাই ভালো জাতের বীজ ক্রয় করে এনে সারারাত পানিতে ভিজিয়ে রেখে তারপরে আদা লাগাবেন তাহলে কিন্তু আদার গাছ ভালোভাবে জন্ম নেবে।আদার বীজ আপনারা যেকোন বাজারে হাটে পেয়ে যাবেন কারণ এখনকার দিনে তো আর কোন কিছু কোন রকমের অভাব নেই যেখানেই যাবেন সেখানেই পেয়ে যাবেন।

তাছাড়া যেই এলাকাতে বেশি আদা চাষ হয়ে থাকে সেই এলাকাতে যেয়ে আপনি আদা বীজ ক্রয় করতে পারেন তাহলেও ভালো বীজ পেয়ে যাবেন।

হাইব্রিড আদা চাষ

সাধারণত যেই সময় এমনি আদা চাষ করা হয় সেই সময়ও কিন্তু হাইব্রিড আদা চাষ করা হয়ে থাকে।বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস (এপ্রিল থেকে মে) মাসের মধ্যেই আদা চাষ করা হয়ে থাকে।তাই তো আপনাদের আদা চাষ শুরু করতে হলে সময় অনুযায়ী দেখে শুনে চাষ করাটা খুবই জরুরী কারণ আপনি যত আদা চাষ করবেন তত কিন্তু ভালো ফলন পাবেন।
এখনকার যুগে প্রায় সব কিছুর দাম বেশি তাই কম খরচে কম সার বিষ প্রয়োগ করে যেই ফসলটা বেশি ফলন দেবে সেটাই কিন্তু চাষ করতে হবে।তাই এই হাইব্রিড জাতের আদাগুলো চাষ করতে হলে অবশ্যই কম খরচে বেশি ফলন দেবে।তাই এই ফসলগুলো আপনাদের চাষ করতে হবে কারণ আদার দাম এখন প্রায়ই অনেক।

তবে আদা চাষ করতে হলে এর আবার ভালো জাতের বীজ সংরক্ষণ করে রাখতে হবে নাহলে ভালো জাতের বীজ ক্রয় করে এনে তারপর আদা চাষ করতে হবে।তাহলে দেখা যায় যে তুলনামূলক ভালো ফলন পেয়ে যাবেন।

হলুদ চাষের উপযুক্ত সময়

সাধারণত আদার মতোই কিন্তু হলুদ চাষ করা হয়ে থাকে তবে হলুদ কিন্তু জমিতে চাষ করতে হয়।তাইতো হলুদ চাষের উপযুক্ত সময় সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া হবে।হলুদ চাষের সময় হলো চৈত্র থেকে বৈশাখ মাস (মার্চ থেকে এপ্রিল) মাস।এই মাসের মধ্যেই সাধারণত হলুদ চাষ করা হয়ে থাকে।তবে হলুদ চাষ করতে হবে বেলে এবং বেলে দোআঁশ মাটিতে।

যত নরম মাটিতে হলুদ চাষ করবেন তত কিন্তু হলুদের ফলন প্রচুর হবে।তাইতো হলুদ চাষ করতে হলে জমি ভালোভাবে গভীরভাবে হাল চাষ করে নিতে হবে তারপরে জমি সমান করে নিতে হবে।কারণ গভীরভাবে যদি চাষ না করেন তাহলে কিন্তু হলুদের ফলন হবে না কারণ হলুদের মূল অনেক নিচ পর্যন্ত যায়।

তাই আপনাদের গভীরভাবে চাষ করার পর হলুদের ভালো মানের বীজ নিয়ে এসে লাগাতে হবে জমিতে।তাহলে দেখবেন যে খুব ভালো ফলন পেয়ে গেছেন কারণ জমির মাটি যত ঝুরঝুরা থাকবে তত কিন্তু ফলন বেশি হবে।

আধুনিক পদ্ধতিতে আদা চাষ

সাধারণত এখনকার যুগে আধুনিক পদ্ধতি এসে অনেক ফসলের চাষ করার খরচ কিন্তু কমে এসেছে।তাইতো আধুনিক পদ্ধতিতে আদা চাষ সম্পর্কে কিছু ধারনা দেওয়া হবে আপনাদের।এই আধুনিক পদ্ধতি হলো বস্তায় আদা চাষ।সাধারণত আগেকার মানুষেরা জমিতে নানান রকম উপায়ে আদা চাষ করে আসতো কিন্তু এখনকার যুগে এসে বস্তাতেই মাটি ভরে জৈব সার মিশ্রণ করে।

কিন্তু এই আদা চাষ শুরু করে আসছে তাই এটিই হয়ে গেছে এখন আধুনিক চাষ।তবে অনেক মানুষ আছে যারা বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু করে আসছে তারা কিন্তু খুব ভালো ফলনও পেয়ে আসছে।তাই আপনারা যারা এখনো জানেন না বস্তায় আদা চাষ সম্পর্কে এবং আধুনিক আদা চাষের পদ্ধতি তারা অবশ্যই আমাদের আর্টিকেলটি পুরোপুরি ভাবে পড়ে দেখে শুনে জেনে নিন।

আশা করছি, আদা চাষ বিষয়ক সব রকম টিপস আপনাদের দিতে পেরেছি।তাই এই আর্টিকেলটি পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।

শেষ মন্তব্য | আদা চাষের উপযুক্ত সময় - বস্তায় আদা চাষ পদ্ধতি

আদা চাষ করতে হলে অবশ্যই আপনাদের ভালো মাটি ভালো জমি নির্বাচন করতে হবে।কারণ বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি ছাড়া আদা চাষ হয় কিন্তু ভালো হবে না।আবার ভালো মানের বীজ নিয়েও কিন্তু আদা লাগাতে হবে বস্তায় তাহলেও কিন্তু ভালো ফলন পেয়ে যাবেন।তাই আপনাদের ভালো ফলন পেতে হলে একটু বেশি পরিচর্যা একটু বেশি যত্ন তো করতেই হবে।

এই আর্টিকেলটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আরো ফসল বিষয়ক টিপস পেতে আমাদের ওয়েবসাইটি ফলো করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

nafizplus.comনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url