পায়ের মরা নখ ভালো করার উপায় - পায়ের নখের কুনি ঔষধ জানুন
সাধারণত দেখা যায় যে অনেক মানুষের নখ মরে যায় তাই পায়ের মরা নখ ভালো করার
উপায় সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া হবে।পায়ে খুব জোরে আঘাত পাওয়ার ফলে
আবার যেকোনো কারণে পায়ের নখ মরে যেতে পারে।তখন অনেক মানুষ আছে এগুলো নিয়ে অনেক
চিন্তায় পড়ে যায় তাই নখ ভালো করার কিছু উপায় জানিয়ে দেওয়া হবে।তাই পায়ের
নখের কুনি ঔষধ সম্পর্কে বলা হবে।
সাধারণত এই পায়ের নখ মরে গেলে আপনাদের অবশ্যই তা আগে কোন উপায় ভালো করতে হবে
কারণ ভালো নখের মধ্যে মরা নখ থাকলে খুব খারাপ লাগবে।এই কারণে আপনাদের পায়ের মারা
নখ ভালো করার চেষ্টা করতে হবে।এছাড়া এই মরা নখগুলো কিন্তু একা একাই ভালো হয়ে
যায়।
পোস্ট সূচিপত্রঃ পায়ের মরা নখ ভালো করার উপায় - পায়ের নখের কুনি ঔষধ জানুন
পায়ের মরা নখ ভালো করার উপায়
সাধারণত পায়ের নখ যেকোনো কারণে মরে যেতে পারে তাই পায়ের মরা নখ ভালো করার উপায়
সম্পর্কে খুব ভালো ধারণা দেওয়া হবে।কারণ পায়ের নখে যদি খুব জোরে আঘাত লাগে বা
পায়ে নানান রকম ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে ফাঙ্গাস সৃষ্টি হওয়ার কারণেও কিন্তু
নখ মরে যেতে পারে।তখন আপনাদের অবশ্যই ঘরোয়া উপায় হোক আর ডাক্তারি উপায় হোক তা
ভালো করার চেষ্টা করতে হবে।
আরো পড়ুনঃ কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে
নাহলে কিন্তু আপনাদের বাইরে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।প্রথমত পায়ের
যদি নখ মরে যায় তাহলে কেটে ছোট করে ফেলতে হবে তারপরে ডেটলের পানি দিয়ে দুই বেলা
পরিষ্কার করতে হবে।তারপরে কোনভাবেই পানিতে ভেজানো যাবে না তাহলে খুব তাড়াতাড়ি
মরা নখ ভালো হয়ে নতুন নখ গজাবে।তাই নিচে পায়ের মরা নখ ভালো করার কিছু উপায়
দেওয়া হলো:
- পায়ের নখে অলিভ অয়েল তেল লাগাতে পারেন।
- পায়ের নখে নারিকেলের তেল লাগাতে পারেন।
- পায়ের নখে হালকা করে বেকিং সোডা লাগাতে পারেন।
- পায়ের নখের আপেল সিডার ভিনেগার লাগাতে পারেন।
- হালকা করে রসুন বেটেও লাগাতে পারেন।
পায়ের নখের কুনি ঔষধ
পায়ের নখে আবার নানান কারণে সমস্যা সৃষ্টি হতে পারে বা রক্তপুজ পড়তে পারে।এই
কারণে পায়ের নখের কুনি ঔষধ সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা দেওয়া হবে।পা হচ্ছে
হেঁটে বেড়ানোর দুটি অঙ্গ তাই যেখানে সেখানে ভাইরাস লেগে যেতেই পারে তাই পায়ে
কোন সমস্যা হলে আপনাদের কোন রকমের চিন্তাভাবনা করার দরকার নেই।
কারণ পায়ে যতই রকমের অসুখ হোক না কেন তা ঘরোয়া উপায়ে বা চিকিৎসা করার মাধ্যমে
খুব তাড়াতাড়ি ভালো করা যায়।যেমন পায়ের নখে কোন কিছু হলে রসুন বেটে লাগিয়ে
দিন দেখবেন যে কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।আবার অলিভ অয়েল
তেল লাগিয়েও কিন্তু পায়ের নখ ভালো করা যায়।
পায়ের নখের কুনি ভালো করতে সব থেকে ভালো ঔষধ হলো ডারমাসিম ও হ্যাপারোক্সি এই দুই
ঔষধ দেখবেন যে খেলে পায়ের খুব ভালো কাজ করবে।
পায়ের নতুন নখ গজানোর উপায়
সাধারণত দেখা যায় যে অনেক মানুষ আছে যাদের পায়ের নখে আঘাত পাওয়ার কারণে বা কোন
এক কারণে নখ মরে যাই।তখন তারাই নখ নিয়ে চিন্তাভাবনায় থাকে কারণ
কিভাবে নতুন নখ গজাবে তাই নিয়ে।তবে পায়ের নতুন নখ গজানোর উপায় সম্পর্কে
আমরা খুব ভালো ধারণা দিয়ে দিয়েছি।পায়ের মরা নখ ভালো করে নতুন
নখ গজাতে খুব ভালো কাজ করে থাকে রসুন।
এই রসুন নখকে খুব ভালো রাখে।এটি নখের ভাইরাস
ব্যাকটেরিয়া সব
দূর করতে সাহায্য করে।কারণ ভাইরাস ব্যাকটেরিয়া লেগেই তো নখ মরে যাই বা
নখে ফাঙ্গাস সৃষ্টি হয়।তাই এই ভাইরাস ব্যাকটেরিয়া গুলো যদি দূর করতে পারা
যায় পুরোপুরি ভাবে তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার নতুন নখ গজিয়ে যাবে।
তাছাড়া অলিভ অয়েল তেলও পায়ের নখে লাগাতে পারেন তাহলেও দেখবেন যে খুব ভালো কাজ
করবে।এই তেলও এই ভাইরাস ব্যাকটেরিয়া দূর করে নতুন নখ গজাতে খুব ভালো কাজ
করে থাকে।
নখের পচন রোধের উপায়
সাধারণত দেখা যায় যে মানুষেরা কাদা পানিতে কাজ করার কারণে তাদের নখ সবসময়ই
পানি মাটি লাগার কারণে নখ পচে গিয়ে থাকে।তাই নখের পচন রোধের উপায় সম্পর্কে
আপনাদের খুব ভালো ধারণা দেওয়া হবে।পা যেহেতু হাঁটার জন্য দুটি অঙ্গ।তাই পায়ে
আপনাদের যেকোন সমস্যা সৃষ্টি হতেই পারে তাই বলে কোন রকমের চিন্তাভাবনা করার দরকার
নেই।
যত রকমের সমস্যা আছে তার সমাধানও আছে।যতই পায়ের নখ পচে যাক তা ভালো করার অনেক
রকম উপায় আছে ঔষধ আছে।তাই পায়ের নখে যদি কোন ভাবে পতন ধরে যায় তাহলে পা সবসময়
শুকনো রাখবেন।কোনভাবেই যেন পায়ে পানি না লাগে আর হালকাভাবে ডেটল পানি দিয়ে
ধুয়ে দিতে পারেন।তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এই নখের পচন।
তাছাড়া অতিরিক্ত পরিমাণে যদি পচে যাই রক্ত পড়ে ব্যথা হয় তাহলে অবশ্যই
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি ভালো হয়ে
যাবেন।
হাতের নখের ফাঙ্গাস দূর করার উপায়
অনেক মানুষের দেখা যায় যে হাতে ফাঙ্গাস ধরে যায় তাদের জন্যই আমরা হাতের নখের
ফাঙ্গাস দূর করার উপায় সম্পর্কে বলে দিয়েছি।পাতিলেবুর খোসা কিছু পরিমাণ নিন
তারপরে খোশাগুলো শুকিয়ে নিন ভালোভাবে দিয়ে গুঁড়ো করে নিন।এরপরে গুড়ো গুলোর
সাথে পানি মিস করে পেস্ট তৈরি করুন।
তারপরে সেই পেস্টটি হাতে ভালোভাবে লাগিয়ে দিন তারপরে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা
করুন।এরপরে শুকিয়ে গেলে তুলে ফেলুন তাহলেই দেখবেন যে হাতের নখের ফাঙ্গাস
পুরোপুরি দূর হয়ে গেছে।সাধারণত হাতে ফাঙ্গাস সৃষ্টি হয় অপরিষ্কার থাকার কারণে
তাই আপনারা চেষ্টা করবেন সবসময়ই পরিষ্কার থাকার।সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে
দিনে ২ থেকে ৩ বার হাত ধোয়ার।
তারপরে হ্যান্ড স্যানিটাইজার এটিও ব্যবহার করতে পারেন তিনি ১ থেকে ২বার।তাহলে
দেখবেন যে কোন রকমের ভাইরাস ব্যাকটেরিয়া এসে আপনার হাতও নষ্ট হবে না আর কোনরকম
ভাইরাস আপনার শরীরে বাঁচতে পারবে না।
পায়ের আঙ্গুলের নখের সমস্যা
পায়ের নখের যেকোন সমস্যা হতে পারে তখন আপনাদের পায়ের আঙ্গুলের নখের সমস্যাগুলো
খুব ভালোভাবে চিহ্নিত করে তারপর ভালো করার চেষ্টা করতে হবে।নাহলে যদি আপনারা
অবহেলা মনে করে রেখে দেন তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাদের।তাই
এই সমস্যা গুলো থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের আর্টিকেলটি পুরোপুরি পড়ে নিতে
হবে।
কারণ পায়ের আঙ্গুলের নখের যেকোন সমস্যা হতে পারে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে
নখ মরে যেতে পারে।এই সমস্যাগুলো হলে অলিভ অয়েল তেল আর রসুন বেটে একসঙ্গে
মিশ্রণ করে লাগিয়ে দিন।দেখবেন যে কিছুদিনের মধ্যেই যত রকমের নখের সমস্যা আছে সব
খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।
পায়ের নখের যত্ন করাটাকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।তাই আপনাদের পায়ের
নখের যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
পায়ের নখের ফাঙ্গাস ঔষধ
সাধারণত আপনারা যারা পায়ের নখের সমস্যায় তাদের অবশ্যই পায়ের নখের ফাঙ্গাস
ঔষধ সম্পর্কে জানতে হবে।সাধারণত পায়ের নখ ভাইরাস ব্যাকটেরিয়া লাগার কারণে
কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হয়ে থাকে।তাই আপনাদের এই ভাঙ্গাসগুলো দুর করতে হলে অবশ্যই
আপনাদের পা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।নাহলে দেখবেন যে পরবর্তীতে অনেক
রকমের সমস্যা সৃষ্টি হতে পারে।
আরো পড়ুনঃ পায়ের ব্যথা কমানোর ঘরোয়া উপায়
পায়ের নখ থেকে ফাঙ্গাস দূর করতে হলে অবশ্যই পাকে ১০ থেকে ১৫ মিনিট পানিতে
ভিজিয়ে রাখুন।তারপরে বাতাসের সাহায্যে বা তোয়েলার সাহায্যে পা দুটো সুখিয়ে
নিন।তারপরে দেখবেন খুব সহজেই ফাঙ্গাস দূর হয়ে যাবে পা থেকে।পায়ের
নখের ফাঙ্গাস দূর করার ঔষধ হলো ডারমাসিম ও হ্যাপারোক্সি।
নখের ফাঙ্গাস দূর করার ক্রিম
নখ সাধারণত ধুলা ময়লা লাগার কারণে অনেকভাবেই ফাঙ্গাস সৃষ্টি হতে পারে।তাইতো
নখের ফাঙ্গাস দূর করার ক্রিম সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা দিয়ে দিব
আজ।কারণ এই নখের ফাঙ্গাস গুলো দূর না করলে কোনভাবেই দেখতে ভালো লাগবে না।এক
প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া লাগার কারণে নখে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে।
তাইতো আপনাদের ফাঙ্গাস দূর করার সব রকম উপায় এবং ঔষধ ক্রিম এইগুলো জানা খুব
দরকার।আবার পাতিলেবুর খোসা শুকিয়ে গুড়ো করে পানি দিয়ে পেস্ট করে নিয়ে সেটা
ফাঙ্গাসে লাগান তাহলেও কিন্তু ভালো কাজ করবে।কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক
উপায়ে ফাঙ্গাস দূর করা।আশা করছি, পায়ের নখ মরে যাওয়া বিষয়ক সবরকম টিপস
আপনাদের দিতে পেরেছি।
তাই এই আর্টিকেলটি পড়ে আপনাকে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।তাই
ফাঙ্গাস দূর করার কিছু ক্রিম নিচে দেওয়া হলো:
- টার্বিসন ১% ক্রিম
- ফিনট্রিক্স ১% ক্রিম
- টেবিনা ১% ক্রিম
- টেরবির্ডাম ১% ক্রিম
- মাইকোফেম ১% ক্রিম
শেষ মন্তব্য | পায়ের মরা নখ ভালো করার উপায় - পায়ের নখের কুনি ঔষধ
পা যেহেতু আছে সেহেতু পায়ের নানান রকম সমস্যা হতেই পারে তবে এটা নিয়ে কোন চিন্তা
ভাবনা করার দরকার নেই।পায়ের সমস্যা হলে তা অবশ্যই ভালো করাও যেতে পারে।পায়ের নখ
মরে গেলে বা পায়ের নখে ফাংশন সৃষ্টি হলে এইগুলো ভালো করার সব রকম উপায় আমাদের
আর্টিকেলে খুব ভালোভাবেই দিয়ে দেওয়া আছে।
তাই আপনারা আর্টিকেলগুলো পড়ে ভালো করতে পারবেন।এই আর্টিকেলটি পড়ে যদি আপনাকে
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আরো স্বাস্থ্য বিষয়ক
টিপস পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার কারণ
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
nafizplus.comনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url