বারোমাসি আমের জাত সমূহ - বিদেশি আমের জাত সম্পর্কে জানুন

সাধারণত আম হচ্ছে মৌসুমী ফল তাইতো বারোমাসি আমের জাত সমূহ আপনাদের জানানো হবে।কারণ বারোমাস যদি আপনারা আমের চাষ করে আমের ফলন করতে পারেন তাহলে কিন্তু বাজারে বিক্রয় করার মাধ্যমেও কিছু মুনাফা অর্জন করতে পারবেন আবার আপনারা বাড়িতে খেতেও পারবেন।এর সাথে জানানো হবে বিদেশি আমের জাত সমূহ।

বারোমাসি-আমের-জাত-সমূহ

সাধারণত সব রকমের আমি প্রায়ই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে।তবে আম চাষ করার জন্য কিন্তু ভালো মাটির প্রয়োজন হয় সব রকম মাটিতে কিন্তু আম চাষ ভালো হয় না।তবে আম চাষের জন্য বরেন্দ্র অঞ্চল কিন্তু খুবই ভালো।

পোস্ট সূচিপত্রঃ বারোমাসি আমের জাত সমূহ - বিদেশি আমের জাত সম্পর্কে জানুন

বারোমাসি আমের জাত সমূহ

সাধারণত এমনি আমের পাশাপাশি আপনাদের কিন্তু বারোমাসি আমের জাতও চাষ করতে হবে।তাইতো বারোমাসি আমের জাত সমূহ সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ আমাদের দেশে মৌসুমী আম প্রচুর পরিমাণে উৎপাদন হয়ে থাকে।কিন্তু কোন জায়গায় বা কোথাও সেই রকম বারোমাসি গাছের চারা পাওয়া যায় না আবার বারোমাসি গাছও উৎপাদন হয় না।
তাই আপনাদের কিন্তু বারোমাসি জাতের আমের গাছের চারা উৎপাদন করতে হবে এবং গাছগুলো লাগিয়ে আম উৎপাদন করতে হবে।তাহলে তখন দেখবেন যে ভালো বারোমাসি গাছের চারা এবং আম উৎপাদন করতে পারলে দুটোই বিক্রি করে কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন।তাছাড়া বারোমাসি আমের চাহিদাও পূরণ করে কিন্তু বাড়িতে খেতে পারবেন সেই আমগুলো।

বারোমাসি গাছের যেই জাত গুলো আছে সেই জাতগুলো আম কিন্তু সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে।তাই আপনারা এই জাতগুলো চাষ করে ভালো লাভবান হতে পারবেন।নিচে কিছু বারোমাসি আমের গাছের চারা দেওয়া হলো:
  • বারি আম-১
  • বারি আম-২
  • আম্রপালি বাড়ীয়াম-৩
  • আম্রপালি মারিয়াম-৪
  • হাইব্রিড বারি আম-৫
  • হাইব্রিড বারি আম-৬
  • হাইব্রিড বারি আম-৭
  • হাইব্রিড বারি আম-৮
  • হাইব্রিড বারি আম-৯
  • হাইব্রিড বারি আম-১০
  • বারোমাসি বারি আম-১১
  • নাবি জাত বারি আম-১২

বিদেশি আমের জাত

সাধারণত আমাদের দেশি আমের সঙ্গে আবার কিছু কিছু জায়গায় বিদেশি আম চাষ করা হয়ে থাকে।অনেক জায়গায় দেখা যায় অনেক নার্সারি অনেক বাগানে দেখা যায় যে বিভিন্ন জাতের বিদেশী আমগুলো চাষ করা হয়ে থাকে।তাইতো বিদেশি আমের জাত সম্পর্কে আপনাদের কিছু ধারনা দেওয়া হবে এবং গাছগুলোর নাম জানিয়ে দেওয়া হবে।

তবে অনেক মানুষ আছে এই বিদেশী আম গুলোর নাম জানতে চাই কিন্তু তারা কোথাও সেই রকম তথ্য খুঁজে পাই না।তার ফলে সেই আমের চারা গুলো কোনভাবেই চাষ করতে পারে না তখন কিন্তু অনেকে এরকম সমস্যার মধ্যে পড়ে যায়।তাইতো আপনারা আর কোন রকমের সমস্যায় মধ্যে পড়বেন না বিদেশি জাতের আমের গাছের চারা গুলোর নাম আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।

আপনারা এই আর্টিকেল থেকে জেনে নিয়ে, সেই আম গাছের চারা লাগিয়ে আম চাষ করতে পারবেন।তাইতো নিচে কিছু বিদেশী জাতের আমের জাতের নাম দেওয়া হলো:
  • চিয়াংমাই
  • ডকমাই
  • ব্রুনাই কিং
  • আমেরিকান পালমা
  • কিউযায়
  • মিয়াজাকি
  • সূর্যডিম

বারোমাসি আমের চারা

সাধারণত যদি বারো মাস খেতে চান তাহলে কিন্তু বারোমাসি আমের গাছের চারা লাগাতে হবে।তাইতো বারোমাসি আমের চারা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া হবে।কারণ আপনারা যদি বারোমাসি আমের চারাগুলো চাষ করে গাছ তৈরি করতে পারেন তাহলে তখন ভালো ফল পাবেন।তবে আবার বারোমাসি আমের বাগান করতে চান তারাও কিন্তু করতে পারেন।

কারণ মৌসুমী আমের বাগান করা হয় কোন ভাবেই বারোমাসি আমের বাগান করা হয় না।তাইতো আপনারা সেই দিক গুলো দেখে বারোমাসি আমের গাছের চারা বাড়ির আশপাশে একটি দুইটি লাগাতেও পারেন আবার অনেকগুলো নিয়েও বারোমাসি আমের গাছের বাগান করতে পারেন।বারোমাসি আমের গাছ যেভাবেই আপনারা লাগাবেন সেভাবেই কিন্তু ভালো ফল পেয়ে যাবেন।তাইতো নিচে ভালো বারোমাসি আমের কিছু চারা দেওয়া হলো:
  • থাই বারোমাসি আম
  • বারোমাসি কাটিমন আম
  • বারোমাসি বারি আম-১১

কাটিমন আমের বৈশিষ্ট্য

সাধারণত এই আমটি হচ্ছে বারোমাসি জাতের আম।তাইতো কাটিমন আমের বৈশিষ্ট্য গুলো আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ বারোমাসি যাতে আম হলেও আম খেতে গন্ধে যদি ভালো না হয় তখন কিন্তু আপনারা কোনভাবেই সেই গাছগুলো উৎপাদন করতে সক্ষম হবেন না।

তাইতো বারোমাসি জাতের মধ্যে যেই আম গাছের জাতগুলো ভালো ফলন দেবে এবং আম খেতে মিষ্টি সুগন্ধ হবে সেই আমের গাছ গুলো চাষ করতে হবে।তাছাড়া আপনারা যদি আবোল তাবোল বারোমাসি জাতের আমের গাছ চাষ করে থাকেন তখন কিন্তু কোন ভাবেই চাষ করতে পারবেন না।কোনভাবে চাষ করা গেলেও তখন কিন্তু মহা সমস্যার মধ্যে পড়ে যাবেন।
তবে কাটিমন আম হচ্ছে এমন একটি আম যেটি সব জায়গাতে চাষ করতে পারবেন এবং এ আম সুমধুর মিষ্টি হয়ে থাকে।তাই কাটিমন আমের কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:
  • কাটিমন আম হয় সুগন্ধ মিষ্টি এবং সুস্বাদে ভরা।
  • কাটিমন আম অন্য সব আমকে পেছনে ফেলতে পারে বারো মাসে জাত হিসেবে।
  • সারা বছর সুস্বাদু এবং মিষ্টি আমের স্বাদ নিতে কাটিমন আম চাষ করতে পারেন।
  • সারা বছর কাটিমন আমের গাছে আমের মুকুল ছোট আম বড় আম এবং পাকা আম পেয়ে যাবেন।
  • কাটিমন আমের আটি খুব ছোট এবং এই আমে কোন আষঁ নেই।

    বারি ১১ আমের বৈশিষ্ট্য

    সাধারণত বারি ১১ আম হচ্ছে বারোমাসি আমের জাত।তাইতো বারি ১১ আমের বৈশিষ্ট্য গুলো আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ আপনারা যদি চাষ করে থাকেন তখন যদি ভালো ফলন বা খেতে ভালো না হয় তখন কিন্তু কেউ আর চাষ করবে না।তাইতো আপনারা এই আমের বৈশিষ্ট্য গুলো জেনে তারপরে তখন বারি ১১ আম চাষ করবেন।

    বারি ১১ আমের সব বৈশিষ্ট্যগুলো যদি ভালোভাবে জানতে পারেন তাহলে কিন্তু তখন আর কোন রকমের সমস্যা হবে না আপনারা জানার পরে আম চাষ করলে আর দেখবেন যে ভালো ফলন পেয়ে যাবেন।তাছাড়া বারি ১১ আম গাছ এটি হচ্ছে একটি উন্নত জাত বা আনকমন জাতের গাছ।তাই এটি কেউ চাষ করতে পারবে না তেমন।

    আশা করছি, বারোমাসি আমের জাত সম্পর্কে আপনাদের সব রকম টিপস দিতে পেরেছি।তাই এই আর্টিকেলটি পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।তাইতো এই গাছ কিভাবে চাষ করবেন এবং এই গাছের কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:
    • বারি-১১ আমের গাছ সারা বছরই ফল দিয়ে থাকে।
    • এই গাছে সারা বছরই আমের মুকুল ছোট আম বড় আম এবং পাকা আম পেয়ে যাবেন।
    • বারি আম-১১ গাছ লম্বা হয় ১১.৩ সেন্টিমিটার।
    • এই গাছের ওজন হয় ৩০০ থেকে ৩৫০ গ্রাম।
    • কাঁচা আম সবুজ হয় এবং পাকলে পুরোটাই হলুদ হয়ে যায়।
    • আম গাছটির উচ্চতা ৬ থেকে ৭ ফুট।
    • এই আম খেতে খুব সুস্বাদু এবং এই আমে আষঁ আছে।
    • ৪ থেকে ৫ বছর বয়সী আমের গাছে প্রতিবছর ৭০ থেকে ৮০ টি আম পাওয়া যায়।
    • বারি আম-১১ এই আমের গাছ লাগালে এক বছরের পূর্ণ হলেই গাছে মুকুল আসে।
    • এই আম গাছে এক থোকায় একসঙ্গে ৫ থেকে ৬টি করে আম ধরে।
    • এই আমের গাছ হচ্ছে উচ্চফলনশীল জাত এবং বাংলাদেশের যেকোন স্থানে এই গাছ চাষ করতে পারবেন।
    • এই আম হচ্ছে সম্পূর্ণরূপে দেশি হাইব্রিড না।

    শেষ মন্তব্য | বারোমাসি আমের জাত সমূহ - বিদেশি আমের জাত

    সাধারণত আম চাষ করতে হলে ভালো জাতের আমের গাছ চাষ করতে হবে তার সঙ্গে কিছুটা পরিমাণ বারোমাসি আমের গাছগুলো চাষ করতে হবে।তাহলে আপনারা বারোমাস আম খেতে পারবেন এবং আমের চাহিদা পূরণ করতে পারবেন।তাছাড়া বারো মাস আমের চারা চাষ করার সঙ্গে আপনারা যদি বারোমাসি আম চাষ করতে পারেন তাহলে দুটোই বিক্রি করে কিছুটা হলে মুনাফা অর্জন করতে পারবেন।

    এই আর্টিকেলটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আরো কৃষি বিষয়ক টিপস পেতে আমাদের ওয়েবসাইটি ফলো করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    nafizplus.comনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url