কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ - কোয়েল পাখির খাবার সম্পর্কে জানুন

সাধারণত কোয়েল পাখি বড় হওয়ার পরে কিন্তু ডিম দেয়।তাইতো কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ কি তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ একটি কোয়েল পাখি ছোট থেকে বড় করতে হলে কিন্তু অনেক রকমের পরিশ্রম করতে হয়।তারপরে সেইগুলো বড় হওয়ার পরই ডিম দেবে।তার সাথে কোয়েল পাখির খাবার সম্পর্কে জানানো হবে।

কোয়েল-পাখির-ডিম-পাড়ার-লক্ষণ

সাধারণত কোয়েল পাখি একটু বয়স কম থাকলে কিন্তু আপনারা সেই পাখিগুলোকে দেখেই বুঝতে পারবেন।কারণে সেই পাখিগুলো হালকা ওজন হয়ে থাকবে কোনভাবেই ডিম দেওয়ার উপযুক্ত হবে না।ডিম দেওয়ার উপযুক্ত পাখি হবে স্বাস্থ্য সবল মোটা।

পোস্ট সূচিপত্রঃ কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ - কোয়েল পাখির খাবার সম্পর্কে জানুন

কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ

সাধারণত কোয়েল পাখি যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন।তাইতো কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ কি তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।তবে কোয়েল পাখি গুলো যখন ডিম দেওয়ার সময় হয়ে আসবে তখন কিন্তু তাদের মধ্যে বিভিন্ন রকম লক্ষণ আপনারা দেখতে পাবেন।
তবে তখন কোয়েল পাখি প্রাপ্তবয়স্ক হয়ে ডিম দেবে কিছুদিনের মধ্যেই তখন কিন্তু কোয়েল পাখির দেহে নানান রকম আচরণগত এবং শারীরিক গত পরিবর্তন দেখতে পারবেন তখন কিন্তু সেগুলো দেখেই বুঝতে পারবেন যে কোয়েল পাখির ডিম দেওয়ার সময় হয়ে এসেছে।তাইতো কোয়েল পাখির ডিম দেওয়ার কিছু লক্ষণ নিচে দেওয়া হলো:
কোয়েল পাখির আচরণগত কিছু পরিবর্তন নিচে দেওয়া হলো:
  • কোয়েল পাখি ঘন ঘন বাসা তৈরি করবে।
  • কোয়েল পাখির অস্থিরতা বুঝতে পারবেন।
  • কোয়েল পাখির পানি খাবার খাওয়ার নানা রকম পরিবর্তন আসবে।
  • ডিম দেওয়ার সময় কোয়েল পাখি বেশি আক্রমণাত্মক হয়ে যায়।
কোয়েল পাখির শারীরিক কিছু পরিবর্তন নিচে দেওয়া হলো:
  • কোয়েল পাখি পেটের আকার বৃদ্ধি হয়ে যাবে।
  • কোয়েল পাখির বুকের পালক উঠে যাবে।
  • কোয়েল পাখির ডিম দেওয়ার সময় পেছনের ডিমের ছিদ্র হবে।
কোয়েল পাখির আরো অন্যান্য কিছু লক্ষণ নিচে দেওয়া হলো:
  • বেশি ডাকাডাকি করবে।
  • খড় কুটা দিয়ে বাসা বানাবে এবং বাসায় বসে থাকবে।
  • তবে কোয়েল পাখি ৮ থেকে ১২ মাস পর্যন্ত ডিম দিতে পারে।

কোয়েল পাখির খাবার

সাধারণত কোয়েল পাখি খাবার খাওয়ানো হয়ে থাকে সুষম খাদ্য।তাইতো কোয়েল পাখির খাবার সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।কারণ কোয়েল পাখিকে যদি সুষম খাদ্য খাওয়ান তাহলে কিন্তু খুব দ্রুত কোয়েল পাখি বড় হবে এবং ডিম দেবে।তাছাড়া আপনারা যদি অন্য খাবারগুলো কোয়েল পাখিকে খাইয়ে থাকেন তাহলে কিন্তু সেই কোয়েল পাখি আর কোনভাবেই ডিম দেবে না।

তবে কোয়েল পাখিকে সুষম খাদ্য খাওয়ানো হয় অন্য কোন খাবার খাওয়ানোর মাধ্যমে নয়।সাধারণত বাজারে পাওয়া যায় ব্রয়লার পোল্ট্রি ফিড সেটিতেই কিন্তু সুষম খাদ্য থাকে এটি খাওয়াতে হবে।তাই এটি তখন খাওয়ানো হয় তাছাড়া কিন্তু কোনভাবেই কোয়েল পাখিকে ভালোভাবে বড় করতে পারবেন না এবং তাড়াতাড়ি ডিমও পাবেন না।

শুধু কোয়েল পাখির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরে কিছুটা পরিচর্যা করতে হয়।তাছাড়া কোয়েল পাখিকে সুষম এবং ফিড জাতীয় ভালো খাবার যদি খাইয়ে থাকেন তাহলে খুব দ্রুত বড় হয়ে ডিম দেবে।কোয়েল পাখিকে যেসব খাবার খাওয়াবেন ত নিচে দেওয়া হলো:
  • বিভিন্ন কীটপতঙ্গ
  • বিভিন্ন বীজ
  • বেরি জাতীয় ফল
  • সবজি
  • বিভিন্ন ফিড
  • চালের গুড়া
  • ময়দা
  • সয়াবিরে খৈল
  • মাছের গুড়া

    কোয়েল পাখি কত বছর বাঁচে

    সাধারণত কোয়েল পাখি খামারে চাষ করা হয় এই কারণে কোয়েল পাখি অনেকদিন যাবৎ বেঁচে থাকতে পারে।তাইতো কোয়েল পাখি কত বছর বাঁচে তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।যারা খামারে কোয়েল পাখি পালন করে থাকে তারা কিন্তু খুব ভালোভাবেই ভালো খাবার এবং ভালো বাসস্থানে রেখে কিন্তু পাখিগুলো পালন করে থাকে।

    সাধারণত যেকোন কোয়েল পাখি ২ থেকে আড়াই বছর পর্যন্ত বাঁচতে পারে।তবে দুই থেকে আড়াই বছরের মধ্যে যদি পাখিগুলোর অসুখ-বিসুখ বা অন্য কোন সমস্যা হয় তাহলে কিন্তু আবার মারা যেতে পারে।তাছাড়া পাখিগুলো যদি ভালো থাকে সুস্থ থাকে ভালো খাবার এবং ভালোমতো ঔষধ খাওয়ানো হয় তাহলে কিন্তু কোনভাবেই দুই থেকে আড়াই বছরের আগে মারা যাবে না।

    তাইতো পাখিগুলো আপনারা বাড়িতেই পালন করুন আর খামার করে পালন করুন না কেন সাবধান ভাবে পালন করবেন তাহলে ভালো ফলাফল পাবেন।

    কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে

    সাধারণত প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি যদি ভালো পরিমাণে খাবার পানি ঔষধ পায় তাহলে কিন্তু খুব দ্রুত সময়ে ডিম দেবে।তবে আপনাদের আরো ভালো করে জানিয়ে দেওয়া হবে যে কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে।তাছাড়া আপনারা যদি কোয়েল পাখি ডিম পাড়া সম্পর্কে কোন তথ্য না জানেন তখন কিন্তু মহা সমস্যার মধ্যে পড়ে যাবেন।
    কারণ কোয়েল পাখি পালন করতে হলে কিন্তু আস্তে ধীরে ডিমের আশা করলে হবে না এবং ডিম পাড়তে কিন্তু কোয়েল পাখির অনেকদিন সময় লাগে।যদি আপনি না জানেন তখন কিন্তু কোয়েল পাখি পালন করতে করতে ডিম না দিলে তখন বিরক্ত বোধ করবেন।তাই সেসব দিক বিষয় বিবেচনা করে তখন আপনাদের কোয়েল পাখি বাসা বাড়িতে পালন করতে হবে এবং খামারে পালন করতে হবে।

    তাহলে তখন দেখবেন যে আর কোন রকমের সমস্যা হবে না তাছাড়া যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই কোয়েল পাখিকে ভালো মানের খাবার খাওয়াতে হবে।কোয়েল পাখি কত দিনের ডিম পাড়তে পারে তা নিচে দেওয়া হলো:
    • কোন কোয়েল পাখি ৪৫ থেকে ৫০দিনেও ডিম পাড়তে পারে।
    • কোন কোয়েল পাখি ৫০ থেকে ৫৫ দিনেও ডিম পাড়তে পারে।
    • কোন কোয়েল পাখি ৫৫ থেকে ৬০ দিনেও ডিম পাড়তে পারে।

      কোয়েল পাখি কি উড়তে পারে

      কোয়েল পাখি হচ্ছে একটি গৃহপালিত এবং খামারে পালন করা পাখি।তাইতো কোয়েল পাখি কি উড়তে পারে তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।হ্যাঁ অবশ্যই কোয়েল পাখি উঠতে পারে।তবে যেগুলো অপ্রাপ্তবয়স্ক পাখি সেগুলো কিন্তু উড়তে বেশি পারে।আবার যেগুলো প্রাপ্তবয়স্ক পাখি এবং ডিম দেওয়ার উপযুক্ত পাখি সেগুলো কিন্তু তেমন উড়তে পারে না।

      তাইতো তখন আপনাদের সেগুলো দেখে বিষয়ে বিবেচনা করে কোয়েল পাখি পালন করতে হবে।তাছাড়া আপনারা যদি কোয়েল পাখি ছেড়ে দিয়ে একেবারে উন্মুক্ত জায়গায় পালন করেন তাহলে কিন্তু কোন ভাবেই পারবেন না।কারণ উন্মুক্ত জায়গা পেলে তখন কিন্তু কোয়েল পাখি উড়ে হারিয়ে যেতে পারে।

      তাইতো উন্মুক্ত জায়গায় পালন করবেন অবশ্যই তবে খামার করে আবদ্ধ ভাবে।তাহলে তখন দেখবেন যে আপনার কোয়েল পাখিও ভালো থাকবে এবং কোয়েল পাখি পালন ভালো হবে।

      কোয়েল পাখি ডিম না দেয়ার কারণ

      সাধারণত কোয়েল পাখি বিভিন্ন কারণে ডিমের নাও দিতে পারে।তাইতো কোয়েল পাখি ডিম না দেয়ার কারণ গুলো কি তা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হবে।সাধারণত কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ কিন্তু একটি হয় না বিভিন্ন রকম কারণ থাকে।তবে আপনারা যদি সেই কারণগুলো মেনে চলতে পারেন তাহলে তখন দেখবেন যে কোয়েল পাখির কোন সমস্যা হবে কোয়েল পাখি তখন অনবরত ডিম দিতে থাকবে।

      কোয়েল পাখি যদি একবার ডিম দিতে শুরু করে তাহলে কিন্তু টানা ৮ থেকে ১২ মাস পর্যন্ত ডিম দেবে।৮ থেকে ১২ মাস পর্যন্ত ডিম দেওয়ার জন্যই কিন্তু ভালো খামার ভালো বাসস্থান স্থাপন করতে হবে আবার ভালো সুষম খাদ্য খাওয়াতে হবে।তাহলে তখন দেখবেন যে কোন কাজ আর করতে হবে না এমনিতেই কোয়েল পাখি ডিম দেবে।তাইতো কোয়েল পাখি ডিম না দেওয়ার কিছু কারণ নিচে দেওয়া হলো:

      কোয়েল পাখির খাঁচা ও খামার স্থাপন রক্ষণাবেক্ষণ বিষয়ক কিছু তথ্য নিচে দেওয়া হলো:
      • কোয়েল পাখির জন্য এমন খাঁচা বা খামার তৈরি করুন যাতে কোয়েল পাখিকে কোন শিকারি বস্তু নাগালে না পাই।
      • কোয়েল পাখির জায়গা যেন প্রতিটি কোয়েলের ১ বর্গফুট করে জায়গা থাকে মেঝেতে।
      • কোয়েল পাখির খামারে বা খাঁচায় ঘরে খড় জাতীয় কিছু রাখুন যাতে কোয়েল পাখি বাসা করতে পারে।
      • কোয়েল পাখির খাঁচা বা খামার পরিষ্কার রাখতে সপ্তাহে ১ থেকে ২ দিন পরিস্কার করুন।
      • কোয়েল পাখির খাঁচা বা খামার এমন জায়গায় করবেন যেন সেই জায়গাতে বিশেষ করে কোন আওয়াজ বা শিকারির নজর না যায়।

      কোয়েল পাখিকে ভালো খাবার এবং আলোর প্রয়োজনীয়তা পূরণ করা বিষয়ক কিছু তথ্য নিচে দেওয়া হলো:
      • ৬ থেকে ২০ সপ্তাহ বয়সী কোয়েলকে সুষম খাদ্য বা ফিড খাওয়ান।
      • ২০ সপ্তাহের বেশি বয়সী কোয়েল পাখিকে ভালো মানের ফিড খাওয়াবেন।
      • কোয়েল পাখি ডিম কম দিলে একটি ক্যালসিয়াম ঔষধ খাওয়াবেন।
      • তাছাড়া কোয়েল পাখির খাচায় বা খামারে ১৪ থেকে ১৬ ঘণ্টা আলো দেওয়ার ব্যবস্থা করবেন।

      কোয়েল পাখির বয়স ও প্রজনন বিষয়ক কিছু তথ্য নিচে দেওয়া হলো:
      • ৮ থেকে ১২ সপ্তাহ বয়সী কোয়েল পাখি পালন করবেন কারণ তারাই ডিম দেবে।
      • কোয়েল পাখি থেকে ডিম পাওয়ার আশা করার আগে কোয়েল পাখি বাসস্থানে রাখবেন সেই বাসস্থানে স্থায়ী হতে হবে কোয়েল পাখিকে ২ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত।
      • আপনি যদি শুধু খাওয়ার জন্য বা বাজারজাত করার জন্য ডিম চান তাহলে শুধু মহিলা কোয়েল পালন করবেন।
      • তাছাড়া আপনি যদি বংশবিস্তার করতে চান তাহলে প্রতি ৫ জন মহিলা কোয়েলের সঙ্গে ১টি করে পুরুষ কোয়েল রাখতে পারেন।

      কোয়েল পাখির বৈশিষ্ট্য

      সাধারণত কোয়েল পাখি হচ্ছে ছোট জাতের একটি গৃহপালিত পাখি।তবে এই পাখি ডিম দেয় বংশবিস্তার করে সব রকমই করতে পারে বিভিন্ন রকম পাখির মতই।তাইতো কোয়েল পাখির বৈশিষ্ট্য আপনাদের জানিয়ে দেওয়া হবে।কারণ আপনারা যদি কোয়েল পাখির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে না জানেন তখন কিন্তু কোয়েল পাখির মাংস খাওয়া এবং কোয়েল পাখির ডিম খাওয়া সম্পর্কে কিছুই জানতে পারবেন না।

      আবার কোয়েল পাখিরে ডিম পাড়া কোয়েল পাখির বংশবিস্তার সম্পর্কে কিছু জানতে পারবেন না।তাইতো কোয়েল পাখির বিভিন্ন রকম বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানাটা খুবই জরুরী।তখন আপনারা এগুলো জানার মাধ্যমেই আপনারা কোয়েল পাখির বংশবিস্তার করতে পারবেন কোয়েল পাখির খামার করতে পারেন করে কোয়েল পাখি লালন পালন করতে পারবেন।তাইতো নিচে কোয়েল পাখির কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো:
      • কোয়েল পাখি সাধারণত দুসর বাদামি কালারের হয়ে থাকে।
      • কোয়েল পাখি সাধারণত ৫০ থেকে ৬০ দিনের মধ্যেই ডিম দিয়ে থাকে।
      • কোয়েল পাখি সাধারণত ৮ থেকে ১২ মাস ডিম দেয়।
      • কোয়েল পাখি বছরে ২৫০ থেকে ৩০০ টি ডিম দেয়।
      • কোয়েল পাখি খাবার খায় ফিড,সুষম খাদ্য,বিভিন্ন বীজ ও পোকামাকড়।
      • কোয়েল পাখি নির্জন এবং যেসব জায়গায় আওয়াজ যায় না সে সব জায়গায় থাকতে পছন্দ করে।
      • পুরুষ কোয়েল পাখি গলার নিচে বাদামি সাদা হয়।
      • মহিলা কোয়েল পাখির গলার নিচে বাদামি হলুদ হয়।
      • প্রাপ্তবয়স্ক মহিলা কোয়েল পাখির ওজন ১৫০-২৫০ গ্রাম হয়।
      • প্রাপ্তবয়স্ক পুরুষ কোয়েল পাখির ওজন ১২০ থেকে ২৫০ গ্রাম হয়।
      • প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে কোয়েল পাখির ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ১৭ থেকে ১৮ দিন।

      কোয়েল পাখির দাম

      সাধারণত পাখির দাম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে।কারণ কোয়েল পাখির দাম হয় বয়স অনুযায়ী বিভিন্ন বয়সের পাখি বিভিন্ন রকম দাম হয়ে থাকে।সাধারণত কোয়েল পাখি ছোট বাচ্চার এক রকম দাম হয়।মধ্য বয়সি কোয়েল পাখির একরকম দাম হয় এবং ডিম দেওয়া প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির এক রকম দাম হয়।

      তাইতো বিভিন্ন রকম বয়সেই পাখির বিভিন্ন রকম দাম হতে পারে সেই বিষয়ে ঠিকভাবে না জানা গেলেও।এই আর্টিকেলের মধ্যে পাখির দাম বিষয়ক সব রকম তথ্য খুব ভালোভাবেই দিয়ে দেওয়া হবে।আপনারা শুধু একটু ধৈর্য সহকারে পড়লেই সবকিছু জানতে পারবেন।আশা করছি, কোয়েল পাখি বিষয়ক সবরকম টিপস আপনাদের দিতে পেরেছি।

      তাই এই আর্টিকেলটি পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।কোয়েল পাখির বিভিন্ন রকম দাম নিচে দেওয়া হলো:
      • ছোট অর্থাৎ খাবার খাওয়া বাচ্চা কোয়েল দাম ২৫ থেকে ৩৫ টাকা
      • মধ্য বয়সি কোয়েল দাম ৪৫ থেকে ৫৫ টাকা
      • প্রাপ্তবয়স্ক ডিম দেওয়া কোয়েল দাম ৭০ থেকে ৮০ টাকা।
      • অর্থাৎ কোন কোন সময় ২০০ টাকা জোড়াও বিক্রি করা হয়।

      শেষ মন্তব | কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ - কোয়েল পাখির খাবার

      সাধারণত কোয়েল পাখি বিষয়ক সব রকম তথ্য যদি আপনারা না জানেন তাহলে কিন্তু কোয়েল পাখির খামার করতে পারবেন না।তাইতো কোয়েল পাখির বিভিন্ন খাবার কোয়েল পাখির রোগ কোয়েল পাখির বিভিন্ন রকম তথ্য জানার পর তারপরেই আপনাদের কোয়েল পাখির পালন শুরু করতে হবে।তাহলে তখন আপনারা সফলভাবে পালন করতে পারবেন।

      এই আর্টিকেলটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আরো কৃষি এবং খামার বিষয়ক তথ্য পেতে আমাদের ওয়েবসাইটি ভালো করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
      এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      nafizplus.comনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url