চুলকানি দূর করার ঔষধের নাম - সারা গায়ে চুলকানি ঔষধ জানুন
চুলকানি হওয়াটা একটি স্বাভাবিক বিষয় তাই চুলকানি দূর করার ঔষধের নাম জেনে
নিন।কিন্তু অতিরিক্ত চুলকানি হয়ে গেলে তখন তা প্রতিরোধ করতেই হবে।যদি আপনাদের
অতিরিক্ত চুলকানি হয়ে যাওয়ার পরেও এটার প্রতিরোধ না করেন তাহলে অনেক রকমের
সমস্যার মধ্যে পড়তে পারেন।আবার সারা গায়ে চুলকানি ঔষধ সম্পর্কেও জানানো হবে।
আপনারা যদি অপরিষ্কার থাকেন তাহলে নানান রকমের ভাইরাস এসে চুলকানি সৃষ্টি
করবে।তখন আপনারা আর শান্তিতে থাকতে পারবেন না কারণ চুলকানি হলে সেই জায়গাগুলো
অনেক চুলকাবে এবং চুলকিয়ে ঘা হয়ে যেতে পারে।তাই আপনাদের সাবধান থাকতে হবে।
পোস্ট সূচিপত্রঃ চুলকানি দূর করার ঔষধের নাম - সারা গায়ে চুলকানি ঔষধ জানুন
চুলকানি দূর করার ঔষধের নাম
চুলকানি হওয়াটাই স্বাভাবিক বিষয় কিন্তু এটিকে কিছুতেই বাড়তে দেওয়া যাবে
না।তাই চুলকানি হলে আপনাদের প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে।কারণ চুলকানির রোগ
হলে প্রচুর চুলকাতে থাকে তারপরে এক সময় ওই জায়গা কেটে রক্ত বের হয়ে যায় না
হলে ঘা সৃষ্টি হয়।চুলকানি আছে যেই জায়গায় সেই জায়গাতে যদি ঘা সৃষ্টি হয়ে
যায় তাহলে অন্যরকম অবস্থা হয়ে যাবে।
আরো পড়ুনঃ ঘামাচি পাউডার কোনটা ভালো
তাই আপনাদের সাবধানে থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।যাতে চুলকানি না
হয় আপনাদের শরীরে আর যদি কোনভাবে চুলকানি হয়ে যায় তাহলে আপনারা এমোডিশ ঔষধ বা
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেয়ে ভালো করতে পারেন।চুলকানি একটি একধরণের
খারাপ রোগ তাই আপনাদের প্রচুর পরিমাণে সাবধান থাকতে হবে।
এছাড়াও আপনারা দুটি মলম ব্যবহার করতে পারেন যেমন ফাঙ্গিশন ও সালোবেট।এগুলোই
হচ্ছে চুলকানি দূর করার ঔষধের নাম।
সারা গায়ে চুলকানি ঔষধ
অনেক মানুষ আছে দেখা যায় যে তাদের পুরো শরীরে চুলকানি হয়ে একেবারে অবস্থা খারাপ
হয়ে যায়।তারা এই চুলকানির কারণে কোনভাবেই থেমে থাকতে পারে না।চুলকানি হলে তারা
আর থামতে পারে না।তাই তারা সারা গায়ে চুলকানি ঔষধ সম্পর্কেও কিছু জানে না।এই
চুলকানি সারা গায়ে না হয়েও আরো শরীরের অনেক জায়গায় হতে পারে।
তখন আপনাদের জায়গা অনুযায়ী ঔষধ খেতে হবে বা বিভিন্ন ধরনের মলম আছে সেগুলো
লাগাতে হবে।তাহলে দেখবেন যে আস্তে আস্তে তা ভালো হয়ে যাচ্ছে।সারা গায়ে চুলকানি
দূর করার নিচে কিছু উপায় দেওয়া হলো:
- নিম পাতা ভালো করে বেটে নেবেন দিয়ে পুরো শরীরে লাগিয়ে দেবেন তারপরে ৩-৪ ঘন্টা বসে থেকে গোসল করে নেবেন।
- লেবুর রস দিয়ে চুলকানি দূর করা যায় কারণ লেবুর রস লাগালে চুলকানির স্থানের ভাইরাস মেরে ফেলে।
- তবে চুলকানি অনেকে বেড়ে গেলে নারিকেলের তেল লাগিয়ে দেওয়াটা খুব উত্তম কারণ চুলকানির ক্ষেত্রে নারিকেলের তেল খুব কার্যকরী।
- আপনারা যদি অতি দ্রুত চুলকানি থেকে মুক্তি পেতে চান তাহলে অ্যালোভেরা লাগিয়ে দিন চুলকানো স্থানে।
চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন
চুলকানি হয় সাধারণত শরীরের কোন এক অংশে বা পুরো শরীর জুড়েই।অনেকের মানুষ দেখা যায় যে তারা অনেকদিন ধরে গোসল করে না বা পরিষ্কার থাকে তাদের এই চুলকানি গুলো বেশি বের হয়ে থাকে।তবে চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন তাহলে আপনারা আরো তাড়াতাড়ি চুলকানি ভালো করতে পারবেন।আরো পড়ুনঃ জনসন বেবি লোশন এর উপকারিতা
এই চুলকানিগুলো হলে আপনারা নারিকেলের তেল ব্যবহার করতে পারেন চুলকানিতে।চুলকানি
হলে প্রচুর চুলকায় এবং সেই জায়গা চুলকিয়ে ঘা হয়ে যায়।তাই আপনারা যদি চুলকানির
স্থানে নারিকেলের তেল লাগিয়ে দিতে পারেন তাহলে পুরোপুরি ভালো না হলেও কিছুটা
আরাম পাবেন।যাদের শরীর যত শুষ্ক ততো এই চুলকানি এলার্জি এগুলো বের হবে।
তাই নারিকেলের তেল ব্যবহার করলে আপনাদের শরীর আর শুষ্ক হয়ে থাকবে না।
এলার্জি চুলকানি দূর করার উপায়
সাধারণত অনেক মানুষের এলার্জি আছে তবে এই এলার্জি প্রতিরোধ করতে আপনাদের
বিভিন্ন খাবার গ্রহণ করা উচিত না।কারণ খাবার থেকে বেশি এলার্জির উৎপাত
হয়।আপনারা যদি খাবারের নিয়ম কানুন মেনে চলতে পারেন তাহলে এই এলার্জি চুলকানি
থেকে মুক্তি পেয়ে যাবেন।তাই আপনাদের এলার্জি চুলকানি দূর করার উপায় জানানো
হলো।
সব চুলকানির মধ্যে এই এলার্জির চুলকানি একটু মারাত্মক হয়ে থাকে।কারণ এই
চুলকানি হলে চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ হয়ে যায় আবার পুরো শরীরে ফুলে
অবস্থা খারাপ হয়ে যায়।তাই কারণে এই চুলকানি খুব খারাপ এবং মানুষের শরীরে
মারাত্মক প্রভাব ফেলে থাকে।তাই আপনাদের এটি থেকে সাবধান হতে হবে।
আবার এই এলার্জিজনিত চুলকানি হলে বিভিন্ন ক্রিম পাওয়া যায় সেই গুলো ব্যবহার
করবেন।আবার একহাত কাপড়া নিবেন তারপরে চার*পাচ টুকরা বরফ নিয়ে ওই চুলকানি
স্থানে লাগাতে থাকবেন দেখবেন যে কিছুটা আরাম পাবেন।
চুলকানি দূর করার ক্রিম
চুলকানি হওয়াটা একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু এটাতে যদি আপনারা অবহেলা করেন
তাহলে খুবই খারাপ অবস্থা ধারণ করবে।কারণ যাদের চুলকানি রোগ হয় শুধু তারাই জানে
যে চুলকানি কতটা খারাপ রোগ।যারা অপরিষ্কার হয়ে থাকে বেশি তাদের এই চুলকানি
রোগটা বেশি হয়।সাধারণত যে স্থানগুলো ঢাকা থাকে সেই স্থান গুলোতে বেশি করে এই
চুলকানি বের হয়ে থাকে।
তাই আপনাদের খেয়াল রাখতে হবে জামা কাপড় থেকে ঢাকা স্থানগুলো পরিষ্কার রাখতে
হবে।তাহলে দেখবেন যে আপনাদের আর কোন চুলকানির রোগ হবে না।যদি আপনাদের চুলকানি
হয় তাহলে এই চুলকানি দূর করতে আপনারা কিছু ক্রিম ব্যবহার করতে পারেন।ক্রিমটা
হল ফাঙ্গিডার্ম ক্রিম।এটাই হচ্ছে খুব ভালো চুলকানি দূর করার ক্রিম।
এলার্জি চুলকানি দূর করার ঘরোয়া উপায়
সাধারণত যাদের এলার্জির সমস্যা আছে তাদের কিন্তু এলার্জির কারণে চুলকানি হতে
পারে।তাইতো এলার্জি চুলকানি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে কিছু ধারণা দেওয়া
হবে।এলার্জির কারণে যদি আপনাদের শরীরের চুলকাতে লাগে তাহলে আপনারা কর্পূর এবং
নারিকেলের তেল একসঙ্গে মিশ্রণ করে নিয়ে ওই এলার্জিজনিত চুলকানিতে লাগাতে
পারেন।
যখন চুলকাবে তখনই খুব দ্রুত লাগিয়ে দিন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আরাম
পেয়ে যাবেন এবং ভালো হয়ে যাবে।তার আগে যেজায়গাগুলো চুলকাবে সেই জায়গাগুলো
ভালো করে চুলকিয়ে ডেটল বা ফিটকিরি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।তারপরে সেই
স্থানগুলোতে কর্পূর এবং নারিকেলের তেল একসঙ্গে মিশ্রণ করে লাগিয়ে দিন।দেখবেন
যে কিছুক্ষণের মধ্যেই খুব দ্রুত আরাম পেয়ে যাবেন।
পায়ে চুলকানি দূর করার উপায়
সাধারণত পুরো শরীরে যখন চুলকানি সৃষ্টি হবে তখন কিন্তু হাতে পায়েও চুলকানি হতে
পারে।তাইতো পায়ে চুলকানি দূর করার উপায় সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া
হবে।কারণ পায়ে যদি চুলকানি বের হয় তখন কিন্তু আপনারা অসহ্য রকমের বিরক্তিকর
অবস্থায় পড়ে যাবেন তখন কিন্তু এটি ভালো করতে হলে অবশ্যই আপনাদের ঘরোয়া উপায়
হোক ডাক্তারের উপায় হোক তা ভালো করতে হবে।
নাহলে দেখবেন যে হাঁটতে হাঁটতে বা কোন কাজ করতে করতে এমন চুলকানি উঠবে যে আর
কোন কিছু করার থাকবে না তাইতো আপনাদের চুলকানি থেকে সাবধান থাকতে হবে এবং এগুলো
হলে খুব দ্রুত ভালো করার চেষ্টা করতে হবে।কারণ চুলকানি হচ্ছে খুব খারাপ যদি
একবার হয় তখন কিন্তু হতেই থাকবে বারবার।
তাই আপনারা গোসল করার পরে এই চুলকানি দূর করার ক্রিম পাওয়া যায় সেটি পায়ে
ভালো করে লাগিয়ে দিন।দেখবেন দিয়ে কিছুদিনের মধ্যেই পুরোপুরি ভালো হয়ে
গেছে।
চুলকানির ঔষধের নাম স্কয়ার
সাধারণত আপনারা যারা চুলকানি রোগে ভুগছেন তাদের জন্যই চুলকানির ঔষধের নাম
স্কয়ার সম্পর্কে আমরা বলে দিয়েছি।কারণ এই স্কয়ার কোম্পানির ঔষধ গুলো সবই
ভালো কাজ করেও খুব ভালো।যেকোন ঔষধ যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু
আপনার শরীরে ভালো কাজ করবেই স্কয়ার কোম্পানির ঔষধ গুলো।
তবে এই চুলকানি,ঘা,পচাড়ি ও দাউদ এগুলোর খুব ভালো কাজ করে থাকে এই স্কয়ার
কোম্পানির ঔষধ গুলো।তাইতো নিচে স্কয়ার কোম্পানির চুলকানি দূর করার কিছু ঔষধ
দেওয়া হলো:
- ওকাসেট ১০ এম জি ট্যাবলেট
- অ্যালারসেট ১০ এম জি ট্যাবলেট
আশা করছি, চুলকানি বিষয়ক সব রকম টিপস আপনাদের দিতে পেরেছি।তাই আমাদের
আর্টিকেলটি পড়ে আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
শেষ মন্তব্য | চুলকানি দূর করার ঔষধের নাম - সারা গায়ে চুলকানি ঔষধ
আপনাদের যাদের অতিরিক্ত চুলকানি বের হয় তারা আমাদের দেওয়া আর্টিকেলের
নিয়মগুলো ভালোভাবে মানবেন।তাহলে হয়তো চুলকানির রোগ থেকে ভালোভাবে মুক্তি
পেয়ে যাবেন।চুলকানি থেকে রক্ষা পেতে হলে প্রথমত পরিষ্কার থাকতে হবে।তাছাড়া
চুলকানি অনেক রকমের হয়ে থাকে।কারো চুলকানি হয় এলার্জিজনিত আবার কারো পুরো
গায়ে হয়।
তাই এইগুলো থেকে সাবধান থাকতে হবে আর যদি কোনভাবে হয় তাহলে ঘরোয়া উপায়ে ভালো
করার চেষ্টা করতে হবে না হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে এবং মলম
ও ক্রিম ব্যবহার করতে হবে।তাই আমাদের আর্টিকেলটি পড়ে যদি আপনাকে ভালো লেগে
থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আরো লাইফ স্টাইল বিষয়ক টিপস
পেতে আমাদের ওয়েবসাইটি ফলো করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার কারণে আপনাকে
অসংখ্য ধন্যবাদ।
nafizplus.comনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url